অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় স্বপঞ্জয় চৌধুরী

 
আহা! আহার
=====================



বিট্টু মাঝরাতে গর্জে ওঠা এক কুকুরের নাম,

তার আহার প্রয়োজন

বড় ঝড়ের আগে নাকি কুকুর কান্দে,

তাকে এক প্যাকেট মিস্টার কুকিস দিয়ে থামাও

বেশি কানলে সুনামি হতে পারে।

সবগুলো মুদিতে তালা ঝোলে।

কুত্তার গর্জন তালায় বাড়ি খেয়ে উড়ে যাচ্ছে শূন্যে।

ও মাই লর্ড! যারা স্বর্গে বসে আঙুরের রস পান করে

টসটসে ডালিমের দানায় দেয় যৌনকাতর কামড়

তাদের ভাগ থেকে আমার ( বিট্টুর)আহারের হক দাও

মরা আত্মা এত খাদ্য দিয়া কী করিবে।

আহা! আহার দেবতার পাত্র থেকে এই দেবালয়ে আসো

কাক ও কোকিল কোকায়

কুকুর ও বেড়ালও ডাকছে নিভুনিভু

পত পত করে কে ওড়ায় ভীনস্বর্গের পতাকা,

পতাকা সরাও, কেতাবের বাণী নয়

আহারের নিশ্চিত বার্তা চাই।

কুকুরের কান্না থামাও এখুনি নয়তো

সুনামিতে ভেসে যাওয়ার জন্য প্রস্তুত হও।

 



 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন