অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় শংকরলাল সাহা

  

 


অভিলাষ
===================




বিষাক্ত

তবু লালন করেছি নীল অর্কিড

বেডরুমে।

মেণ্ডেলমানবী আমি,

শ্বেতপুষ্প নিশ্চিত ফোটাবো শত শত

গুঁজবো কবরীতে,

তারপর ফুলশয্যা হবে!




প্রবাহ
===================




মনুসংহিতার প্রচ্ছদে

সাপের শঙ্খলাগার ছবি,

সায়ংকালীন জপতপ

বাৎসায়নের বীজমন্ত্রে,

মদনমূর্তির নৈবিদ্যে নিষিদ্ধ ফল!

কামাতুর দীপালোকে

কাঁপে আগামী সত্যযুগ!

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন