সুরক্ষা
===========
বহুদিনের সখ্যতা আমার নদীর সঙ্গে
জলতলে ছায়া মাখে নির্বোধ শেওলা
আনচান মনে কান্না বাড়াবাড়ি
খাড়িপথে মৎস্যমুখী নৌকোর বুকে ঢেউ ।
কঙ্কান দিঘির ওপারের রহস্য আমাকে ডাকে
মায়াময় মেঘে আলোছায়ার বিনোদ
নদীর নিয়মে দু'বেলা জোয়ার ভাটা
একদিকে মৃত্যুভয় অন্যদিকে গুপ্ত আগ্রাসন ।
মন থেকে কে মোছাবে হীনমন্য্য চিরন্তন ব্যাধি
বিষয়ের লোভ নিম্নগামী জোয়ারে লোপাট
বনের মাহাত্ম্যে ফোটে ধুন্দুলের ফুল
ঠেস মূলের সুরক্ষা লোনা জলে তীব্র প্রতিরোধ ।
===========
বহুদিনের সখ্যতা আমার নদীর সঙ্গে
জলতলে ছায়া মাখে নির্বোধ শেওলা
আনচান মনে কান্না বাড়াবাড়ি
খাড়িপথে মৎস্যমুখী নৌকোর বুকে ঢেউ ।
কঙ্কান দিঘির ওপারের রহস্য আমাকে ডাকে
মায়াময় মেঘে আলোছায়ার বিনোদ
নদীর নিয়মে দু'বেলা জোয়ার ভাটা
একদিকে মৃত্যুভয় অন্যদিকে গুপ্ত আগ্রাসন ।
মন থেকে কে মোছাবে হীনমন্য্য চিরন্তন ব্যাধি
বিষয়ের লোভ নিম্নগামী জোয়ারে লোপাট
বনের মাহাত্ম্যে ফোটে ধুন্দুলের ফুল
ঠেস মূলের সুরক্ষা লোনা জলে তীব্র প্রতিরোধ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন