অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় মধুমিতা ঘোষ


 



শাওনরাতে
==================



আজ শাওনরাতে -

স্বপ্নের অসুখটা মিশে যাক না ঐ বুকপকেটের অতলে ৷

না পাওয়ার অভাবটাও জেগে থাকুক ঘোর লাগা অনুভবের লুকানো চুম্বনে ৷



আসলে প্রেমটা কোনোদিন বুঝলোই না এই মন আকাশের সামিয়ানাটাকে ৷



মেঘের বুকের জমাট জলটা স্রোতস্বিনী হলে -

কান পাতি পরিপাটি বিছানার চাদরে ৷

নিঃশব্দে অপেক্ষা করি একটা ভেজা স্পর্শের ,

যার নাম আগুন৷



বেহায়া মেঘকিশোরীটা একলা মুঠোর চালুনিতে ধরতে চায় একরাশ বিজন বাঁশীর সুর ৷

কিন্তু ফুরিয়ে যাওয়া পাঁজরটা ছেঁড়া সাদা পালের সঞ্চয়ে -

ধরতে পারে না মেঘদূতের আত্মমগ্ন শিহরণটাকে ৷



তাই আজ শাওনের পদাবলীকে ভালোবেসে পিয়াসীমনে-

রাতভোর শুধু একটা দোলনচাঁপার অপেক্ষায় মেঘেদের পাড়ায়৷৷









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন