জীবন এক অনুভব
====================
ভাষা থেকে ভাষাহীনতার মধ্যে ডুবে যাই রোজ।
জীবন কেবল এক অনুভব।
প্রত্যেক মানুষের অনুভব আলাদা।
প্রত্যেকের ভিতর আছে আলাদা আলাদা জগৎ।
সেই জগৎ নিয়েই তার ভালোবাসা, প্রেম,গর্ব,
যা কিছু অর্জন,বর্জন,ভালোলাগা,মন্দলাগা সব।
তবু, এই সাধের জগৎ ফেলে
একদিন পাততাড়ি গোটাতেই হয় তাকে।
অথবা মাঝদরিয়ায় অপেক্ষায় থাকতে হয়
অজ্ঞাত এক না-ফেরার দেশের জন্য।
====================
ভাষা থেকে ভাষাহীনতার মধ্যে ডুবে যাই রোজ।
জীবন কেবল এক অনুভব।
প্রত্যেক মানুষের অনুভব আলাদা।
প্রত্যেকের ভিতর আছে আলাদা আলাদা জগৎ।
সেই জগৎ নিয়েই তার ভালোবাসা, প্রেম,গর্ব,
যা কিছু অর্জন,বর্জন,ভালোলাগা,মন্দলাগা সব।
তবু, এই সাধের জগৎ ফেলে
একদিন পাততাড়ি গোটাতেই হয় তাকে।
অথবা মাঝদরিয়ায় অপেক্ষায় থাকতে হয়
অজ্ঞাত এক না-ফেরার দেশের জন্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন