অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় তমালী বন্দ্যোপাধ্যায়  

  

 


মেঘমল্লার
============



জল,স্থল,অন্তরীক্ষ

জয় করেছি আমরা।

মানুষ নামের কঠিন আদল,

বদলে গেছে চামড়া।



একলা পথে দাঁড়িয়ে দেখি,

মুখোশ এঁটে চলছে মানুষ।

মৃত্যু কেমন টুকরো হলো,

বিরহে মন হচ্ছে বেহুশ।



একাকী মন অন্ধকারে

এখনো যে স্বপ্ন দেখে।

এখনো সে ভালোবাসে,

ভালোবাসা জমিয়ে রাখে।



ধানসিড়ি নদীর পারে

ব্যথার ঢেউ যায় ছুঁয়ে যায়।

ভালোবাসা বৃষ্টি হলো,

বৃষ্টিছাঁট লাগলো যে গা-য়।



এই পৃথিবীর শোক-তাপ-জ্বর

মুছিয়ে দিলো বৃষ্টি বাহার ।

মনটা জুড়ে মেঘ ছুঁয়েছে,

শ্রাবণের এই মেঘমল্লার।।


























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন