অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় অমল কুমার বর্মন 

  

 


মহামারি
================



যারা অন্ধ যাহার হৃদয়ে প্রেম নেই, প্রীতি নেই-- কালো যত

তাহারা আজকে পৃথিবীতে খেলিতেছে খেলা

আলোর মতো।

মহামারিতে উদ্যত শত শত শতদল ফুলে ফুটে আছে,

সমাজের মাঠে ময়দানে হাজারও গাছে।


তাহাদের ইঙ্গিতে সঙ্গীতে স্বরলিপি হীন,

সমাজের পায়ে বেড়ি, মানুষের হাতে চুড়ি

সারাদিন।


যেন অন্ধকূপে নাচে আমাদের ছলাকলা,

অন্ধরা করিছে আলোদান, তাদের হাতে ত্রিশূল ফলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন