অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় জয়তী

 

 


অভিশপ্ত পাণ্ডুলিপি
================



না আমি এখন কোথাও নেই

আকাশে নেই, পাহাড়ে নেই, নদীতেও নেই



সেই সব অক্ষর চেটেপুটে খাচ্ছে

একদল বিজাতীয় মাছির লালা,

অথচ আমি জানি সময়কে ধরে রাখা যায়না -



রক্ত পুঁজের দলা ক্রমশ পাথর গিলে খাচ্ছে

আর তুমিও শুকনো হাড়িকাঠে

রোজের কমলা ফুল জ্বেলে জ্বেলে দেখেছো

আগুনের ফল্গুতে কেমন ভেজা স্তুপ হয়ে জাগছি -



আমি শ্মশানচারীর পাশ দিয়ে হেঁটে গেছি যদিও

মেদহীন বিবর্ণ অস্থিপাঁজরের মনস্তাপে ঝরে আছি

নির্দয়া মেঘের কঠোর চোখে,বহমান অভিযাত্রী --



তোমরা চুল্লী জ্বালো

বন পোড়াও ; আধিপত্যহীনতায় হারিকিরি গোনো

আর আমি পুড়ে থাকি কালো সূর্যের দেশে -



এই মহাজগতের সবটুকু পাশবিকতা সামনে এনে দিলে

জানতে পারোনা --

বৃদ্ধ অর্জুনের পাশে হরিণের ছায়া কমে আসে!



বিন্যাসের সুরে কিছু শিশু শব্দচারা বুনে দিও

কচি রোদে তোমার দুচোখের কাজল পরিও

হেসে উঠবো নদী যেমন হাসে --




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন