অনভ্যাসে লেখা ডাইরি
====================
সূতো হারিয়ে গেছে বলে সেলাই জমছে না
আর আকাশের ইশারায় বৃষ্টি আসছে
সাইকেলের প্যাডেল চালনায় বুঝে নি
বিড়াল ডিঙিয়ে গন্তব্যে পৌঁছে গেলেই
না ভিজে চৌকাঠ পারে এক গ্লাস জল
ঠোঁটে তুলে দিতে ঠোঁটের ভালোবাসা
কিছুটা মহেঞ্জোদারো পেরোলেই স্বর্ণযুগ
শুধু গুপ্ত থাকে না সেইসব অদৃশ্য লাটাই
ঠিক সূতো কেটে নিলে ঘুড়ি তো মেঘের দেশে
মনখারাপের দিনে সব মাছ তুলে রাখি কাঁটা বাছতে হবে বলে
তবুও গলার নীচ অসম্ভব লাল ইদানিং
লক্ষণ কামিনী কাঞ্চনের ...
====================
সূতো হারিয়ে গেছে বলে সেলাই জমছে না
আর আকাশের ইশারায় বৃষ্টি আসছে
সাইকেলের প্যাডেল চালনায় বুঝে নি
বিড়াল ডিঙিয়ে গন্তব্যে পৌঁছে গেলেই
না ভিজে চৌকাঠ পারে এক গ্লাস জল
ঠোঁটে তুলে দিতে ঠোঁটের ভালোবাসা
কিছুটা মহেঞ্জোদারো পেরোলেই স্বর্ণযুগ
শুধু গুপ্ত থাকে না সেইসব অদৃশ্য লাটাই
ঠিক সূতো কেটে নিলে ঘুড়ি তো মেঘের দেশে
মনখারাপের দিনে সব মাছ তুলে রাখি কাঁটা বাছতে হবে বলে
তবুও গলার নীচ অসম্ভব লাল ইদানিং
লক্ষণ কামিনী কাঞ্চনের ...

কাগজের নৌকা
====================
কাজের গায়ে বরষা ঢলেছে
মেয়েটি ভীষণ হালকা
জামায় শকুন্তলা হরিণ মাখা মাখা
খুশির ছায়া কাঁপে জলে
কাগজ আর কাগজ নেই
রাজনীতি যুদ্ধ খেলা ভুলে
তার শরীরে নৌকার পোশাক
ভেসে যায় আদরে আদরে
উঠোনে আজ নদীই নায়িকা
আরো আরো খাতা ছিঁড়ে
তরুণীরা ভাসায় প্রেম
গীটারের তারে তারে জেগে ওঠা
সুর পেলে এই চাপা বাড়ি
মাতোয়ারা - সামলে চল মাঝি
====================
কাজের গায়ে বরষা ঢলেছে
মেয়েটি ভীষণ হালকা
জামায় শকুন্তলা হরিণ মাখা মাখা
খুশির ছায়া কাঁপে জলে
কাগজ আর কাগজ নেই
রাজনীতি যুদ্ধ খেলা ভুলে
তার শরীরে নৌকার পোশাক
ভেসে যায় আদরে আদরে
উঠোনে আজ নদীই নায়িকা
আরো আরো খাতা ছিঁড়ে
তরুণীরা ভাসায় প্রেম
গীটারের তারে তারে জেগে ওঠা
সুর পেলে এই চাপা বাড়ি
মাতোয়ারা - সামলে চল মাঝি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন