অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় মৌসুমী রায়

  

 


পিছুডাক
=============



কি যে করিস বেতাল বেচাল

নিজের কর্মে নিজেই নাজেহাল

ঘর রাখবি না পর কিছুই বুঝিস না!

ভেবে চালতি যদি চাল তোকে কে করত নাকাল।



আম বনে বা জাম বনে যা

যা সোনাঝুরির হাটে

তোর বাঁধা নৌকা ছিঁড়েছে রশি...

ফিরবে না আর তোর ইছামতীর ঘাটে।



থামা বাউল তোর বেসুরো সব গান

নামছে রাত্রি মনের কোণে

ভেজা হাইওয়ে ডাকছে আমায়...

এখন কে আর তোর পিছুডাক শোনে।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন