আমি তোমার প্রেম
==============
রাতটি হ'লে তোমার সাথে বলবো বলে কথা ,
বুকের ভেতর হাকুশ-পুকুশ ভীষণ ব্যাকুলতা !
তাইতো স্নিগ্ধ আলো নিয়ে পূব আকাশে আসি ,
জানলা দিয়ে উঁকি মেরে তোমায় ভালোবাসি !
তোমার জন্য পেতে রাখি জ্যোৎস্না সুতোর ফাঁদ,
আমি চাঁদ ... ! আমি চাঁদ ... !! আমি চাঁদ .... !!!
তোমার মুখের সৌন্দর্য আমায় টানে খুব ,
তোমার প্রেমে নিত্য নিত্য দিই যে আমি ডুব !
তোমার প্রেমের সাতটি রঙে নিজে রঙিন হয়ে ,
রাশি রাশি সুগন্ধ-বাস আনি আমি বয়ে !
তখন যেন চিনতে আমায় কোরো নাকো ভুল ,
আমি ফুল ....! আমি ফুল ....!! আমি ফুল...!!!
গ্রীষ্ম শেষে তোমার জন্য আনি আমি স্বস্তি ,
তোমার চিকন ভেজা চুলে করি আমি মস্তি !
তোমার জন্য সাগর থেকে আনি সোঁদা গন্ধ ,
ভর দুপুরের আলসেমিতে আনি আমি ছন্দ !
আকাশ থেকে ঝরে পড়া আমি অপরূপ সৃষ্টি ,
আমি বৃষ্টি....! আমি বৃষ্টি ....!! আমি বৃষ্টি....!!!
তোমার ভালোবাসা পেতে আমি হই দিওয়ানা,
তোমার কাছে আসবো বলে মানি নাকো মানা !
তোমার আমার সম্পর্কে স্বর্গোদ্যানের ছোঁওয়া,
পবিত্র সে হোমাগ্নিতে আদর দিয়ে ধোওয়া !
কবিকুল আমায় বলেন নিকষিত এক হেম,
আমি প্রেম....! আমি প্রেম...!! আমি প্রেম..!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন