অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় কল্পদেব চক্রবর্তী 

  

 

ভয় কেন রে ?
=====================



বসন্ত বেশিক্ষন দোরে বসেনা

বড়ই চঞ্চল মতি ও

এই এই আনন্দটা ধরে রাখো

বাতাস বলে গেল,

আর একটু পরেই নাকি মন খারাপি তুফান আসছে।


অনেক আনন্দ নিয়ে টাইটানিক ডুবে গিয়েছিল

তোর মনের ভরাডুবি কতবার হয়েছে বল !?


ও মাঝি, "হেই সামালো হেই সামালো..."

গান টা ধর।


বিরাট আকাশের নিচে ছোট্ট জীবন তোর

অসম্পূর্ণতার দায় তোর নয়।


ভোর কি সূর্য নিয়ে আসবে না আঁধার?


ওসব ভাবিস না

যা হয় হোক

মৃত্যুকে ফু দিয়ে উড়িয়ে দে

ও সব সময় খুব ভয় দেখায়।!










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন