সাবধান
======================
======================
সময়ের সাক্ষ্য বহন করে চলে সময় নিজেই প্রতিবিম্বিত স্তব্ধতায় নির্বাক রূপান্তর মৃত্যুর আলিঙ্গনচিহ্নটা,
ষোলোতলার ব্যালকনী ছাপিয়ে --
সময়ের নতুন পাতায় আত্মকাহিনি লিখতে চাইছে৷
সময়ের খুলির ভিতর এখন শুধুই বিকলাঙ্গের অপার শূন্যতা ৷
যখন দাঁত খিঁচিয়ে উঠে হত্যার উল্লাসে মেতে ওঠে -
তখন পচাগলা সময়টার মুখ থেকে বড্ডো দুর্গন্ধ বেরোয় ৷
শত দুর্গন্ধেও সততার মুখখানা অন্যদিকে ফেরালে যে চলবে না ৷
উত্তরপুরুষদের আটপৌরে দিনযাপনে কি উত্তর দেবে??
অসংখ্য রঙীন ঘুড়ির গায়ে রাশি রাশি সাঁজবাতি এঁকে --
যদি আকাশগঙ্গার আলোরস্রোতে উড়িয়ে দেওয়া যায় --
তবে কি আনন্দোচ্ছ্বাসের শ্লোগানটা ক্ষয়ের ইতিহাসটাকে বদলাতে পারবে না ??
ষোলোতলার ব্যালকনী ছাপিয়ে --
সময়ের নতুন পাতায় আত্মকাহিনি লিখতে চাইছে৷
সময়ের খুলির ভিতর এখন শুধুই বিকলাঙ্গের অপার শূন্যতা ৷
যখন দাঁত খিঁচিয়ে উঠে হত্যার উল্লাসে মেতে ওঠে -
তখন পচাগলা সময়টার মুখ থেকে বড্ডো দুর্গন্ধ বেরোয় ৷
শত দুর্গন্ধেও সততার মুখখানা অন্যদিকে ফেরালে যে চলবে না ৷
উত্তরপুরুষদের আটপৌরে দিনযাপনে কি উত্তর দেবে??
অসংখ্য রঙীন ঘুড়ির গায়ে রাশি রাশি সাঁজবাতি এঁকে --
যদি আকাশগঙ্গার আলোরস্রোতে উড়িয়ে দেওয়া যায় --
তবে কি আনন্দোচ্ছ্বাসের শ্লোগানটা ক্ষয়ের ইতিহাসটাকে বদলাতে পারবে না ??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন