অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় শিবশঙ্কর মণ্ডল

 

মানুষের যম
=======================


আহা করোটা কি গো

দেখছ না করোনা হানা

থামো হে বাপু ছুঁয়ো না

গেট পেরুতে যে মানা।


দাঁড়িয়ে থাক একটু হে

বিধি মানা তো এখন জরুরী

পারোনি তো মুখে মাস্ক !

এপাশে ওপাশে করোনা রোগী ।


ও হে মশাই ঘোর অনাচার

বিধি মানা সকলের কাজ

গঙ্গা জলের ছিটে মন্ত্র পাঠে

বাঁচবে না গো রুগ্ন সমাজ ।


সাবান জলে দু'হাত ধুয়ে

পরিচ্ছন্ন থাকা মুল উপায়

ফুল মালা ভিন্ন উপাচার

করোনা তাড়ানোটাই দায়।


বাঁচতে হলে দৈহিক দুরত্ব

পথে বাজারে ঘোষিত নিয়ম

সর্দি কাশি ছড়ায় ভাইরাস

কোভিড ১৯ মানুষের যম।।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন