অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় দেবলীনা চক্রবর্তী

 

 

ফোবিয়া
================



ব্যাক্তিগত প্রতিটি অনুভূতি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি

চেনা প্রেক্ষাপট ক্রমশ অচেনা হয়ে ওঠছে

একটা অদৃশ্য দেওয়াল বাধা হয়ে দাঁড়াচ্ছে

কেমন যেন অস্পষ্ট চারিধার


ভিড়ের মাঝে সকলেই আছে

পলকা হওয়ায় খই উড়িয়ে

অল্প ছুঁয়ে যাচ্ছে, অস্ফুট হরিধ্বনি

স্তুপাকারে জমছে ধূপ - ফুল, কুন্ডলীকৃত ধোঁয়া

ভিতর ভিতর প্রতিদিন এমনি ক্ষয়িষ্ণু সাংকেতিক চিত্র ফুটে ওঠে টের পাই


আমি সেই উদ্গত কান্না চেপে রেখে ছুটতেই থাকি আর শুধু ছুটে যাই.....


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন