পশু হতে না চাইলে
==================
ভয় যদি থাকতো মনে
দেশ কি স্বাধীন হত ?
রক্ত ঝরানো শহীদ্ জনে
আজকের দিনে যদি হত ।
ভ্রষ্টাচার ও স্বৈরাচারী
এই সমাজে ভরে গেল ।
বৈভবের অহংকারে
শাসন বিধান হাতিয়ে নিল ।
প্রতিবাদে খুললে মুখ
গ্রেপ্তার করাবে প্রথম ।
ভয় পেয়ে ঝুঁকালে চোখ
পা চাটাবে সর্বপ্রথম ।
সংবিধান বদলে নেবে
নিজের মতন দেশ গড়বে ।
গোলাম বানিয়ে রেখে নেবে
লোকেরা তখন পশু হবে !
শিকলে বাঁধন মুক্তি পেতে
মানুষের মত মানুষ হও ।
যুব সমাজ হিসেব নিতে
ভ্রষ্টাচারের সামনে দাঁড়াও ।
==================
ভয় যদি থাকতো মনে
দেশ কি স্বাধীন হত ?
রক্ত ঝরানো শহীদ্ জনে
আজকের দিনে যদি হত ।
ভ্রষ্টাচার ও স্বৈরাচারী
এই সমাজে ভরে গেল ।
বৈভবের অহংকারে
শাসন বিধান হাতিয়ে নিল ।
প্রতিবাদে খুললে মুখ
গ্রেপ্তার করাবে প্রথম ।
ভয় পেয়ে ঝুঁকালে চোখ
পা চাটাবে সর্বপ্রথম ।
সংবিধান বদলে নেবে
নিজের মতন দেশ গড়বে ।
গোলাম বানিয়ে রেখে নেবে
লোকেরা তখন পশু হবে !
শিকলে বাঁধন মুক্তি পেতে
মানুষের মত মানুষ হও ।
যুব সমাজ হিসেব নিতে
ভ্রষ্টাচারের সামনে দাঁড়াও ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন