আয়ুকাল
==================
জবানবন্দী কেউ চায়নি তবুও ঝরে বকুল কথা
বোরো ধানের শীষে সকালে জমে অশ্রু জল
রাতের কুয়াশায় ভিজে ছিল রক্তকরবী বীতশোক নির্বাক
গোপন কথারা কেঁপে ছিল কৃষকের শিরায় ধমনিতে
কিছু কথা বুকে সাপটে এখনো কৃষাণী অনন্ত বিশ্বাসে
গুপ্ত প্রহরী জানে জানে শ্মশানের ডোম
কিছু শোনেনি কিছুই জানেনা দেখেনিও কিছু
চেনেনা সকল আয়ুরেখা আগুন পথ গহ্বর আতঙ্ক রাত
তবুও সজল নদী পুকুর জানে অনাবিল আকাশ
শরীরের জলে কাঁপে দলা পাকানো রক্তের নন্দন।
#
আশ্চর্য কঙ্কালের গল্পে উঠোনে ঝোলে নিয়তি ফরমান
পুরোনো ঘর গ্রাম ঝুপড়ি খাল নয়ানজুলি অনড় অস্তিত্ব
এ ফোঁড় ও ফোঁড় রক্তহীন দেহে জমে ভয়ার্ত হিম অসুখ
গুমরে গুমরে অপেক্ষার সময় বেমানান অভিমান
তবুও প্রাচীন সময় জানে মাটি আর অরণ্যের ক্ষয়।
# #
শ্যাওলা জড়িয়ে বার্ধক্য গাছের শরীর শিকড়ে সংসারে
কাণ্ডজ্ঞান হীন রাজ আত্মা মেতেছে নারীতে পুরুষে স্বৈর খেলায়
নামজাদা কাপালিক লজ্জায় তিলক মুছে ফেলে রঙ বদলায়
বিষে নীল হয়ে যায় অর্ঘের ফুল কুঁড়ি পাতা
অমৃত খুঁজে হয়রান আমারও আত্মা আয়ুকাল।
==================
জবানবন্দী কেউ চায়নি তবুও ঝরে বকুল কথা
বোরো ধানের শীষে সকালে জমে অশ্রু জল
রাতের কুয়াশায় ভিজে ছিল রক্তকরবী বীতশোক নির্বাক
গোপন কথারা কেঁপে ছিল কৃষকের শিরায় ধমনিতে
কিছু কথা বুকে সাপটে এখনো কৃষাণী অনন্ত বিশ্বাসে
গুপ্ত প্রহরী জানে জানে শ্মশানের ডোম
কিছু শোনেনি কিছুই জানেনা দেখেনিও কিছু
চেনেনা সকল আয়ুরেখা আগুন পথ গহ্বর আতঙ্ক রাত
তবুও সজল নদী পুকুর জানে অনাবিল আকাশ
শরীরের জলে কাঁপে দলা পাকানো রক্তের নন্দন।
#
আশ্চর্য কঙ্কালের গল্পে উঠোনে ঝোলে নিয়তি ফরমান
পুরোনো ঘর গ্রাম ঝুপড়ি খাল নয়ানজুলি অনড় অস্তিত্ব
এ ফোঁড় ও ফোঁড় রক্তহীন দেহে জমে ভয়ার্ত হিম অসুখ
গুমরে গুমরে অপেক্ষার সময় বেমানান অভিমান
তবুও প্রাচীন সময় জানে মাটি আর অরণ্যের ক্ষয়।
# #
শ্যাওলা জড়িয়ে বার্ধক্য গাছের শরীর শিকড়ে সংসারে
কাণ্ডজ্ঞান হীন রাজ আত্মা মেতেছে নারীতে পুরুষে স্বৈর খেলায়
নামজাদা কাপালিক লজ্জায় তিলক মুছে ফেলে রঙ বদলায়
বিষে নীল হয়ে যায় অর্ঘের ফুল কুঁড়ি পাতা
অমৃত খুঁজে হয়রান আমারও আত্মা আয়ুকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন