আহ্বান
==================
ভেঙে ফেলে...... ভয়ের প্রাচীর
সদাই সামনে চলো,
সত্য কথা............. নির্ভয়ে আজ
বীরের মতো বলো।
অন্যায় যেথায়.. দেখবে সেথায়
প্রতিবাদটা করো,
ন্যায়ের জন্য..........লড়াই করে
শহীদ হয়ে মরো।
গরিব দুঃখীর....... পাশে থেকে
সেবার নাও ব্রত,
শক্তিশালী............... হবে তুমি
ভাঙবে হৃদয় যত।
বন্দী জীবন............মুক্ত করো
ভুলে সকল ক্ষত,
নীল আকাশে....... ডানা মেলে
বাঁচো পাখির মতো।
==================
ভেঙে ফেলে...... ভয়ের প্রাচীর
সদাই সামনে চলো,
সত্য কথা............. নির্ভয়ে আজ
বীরের মতো বলো।
অন্যায় যেথায়.. দেখবে সেথায়
প্রতিবাদটা করো,
ন্যায়ের জন্য..........লড়াই করে
শহীদ হয়ে মরো।
গরিব দুঃখীর....... পাশে থেকে
সেবার নাও ব্রত,
শক্তিশালী............... হবে তুমি
ভাঙবে হৃদয় যত।
বন্দী জীবন............মুক্ত করো
ভুলে সকল ক্ষত,
নীল আকাশে....... ডানা মেলে
বাঁচো পাখির মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন