অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় সম্পূর্ণা

 

 

এ অরণ্যে
==================




জীবন যখন নুয়ে আসে উঠে দাঁড়ায় গাছপালা

সময় তখন অভ্যস্ত হচ্ছে আরও বেশি হিংস্রতার

প্রতিটা মুহূর্ত আরও বন্য, কোলাহল ডুবছে অন্ধকারে

বাঁচার ক্রমাগত অনুসরণে আরও গভীরে যায় শিকড়



তোমার চোখের দৃষ্টি পরিস্কার, বইতে দিচ্ছ একই সাথে নদী, সমুদ্র

প্রত্যেক দুরদৃষ্টিতে পরাস্ত করছ ভয়ের যাবতীয় অসুখ

সহজ গল্পের রোদ্দুরে ভালোবাসার পাখিরা উড়ছে

ঝরে পড়া প্রতিটি পালকে তখন নিয়মভাঙার গান



প্রতিদিন তোমাকে নিজের ভেতর অনুবাদ করি

সাজিয়ে রাখি পাতার পর পাতা কবিতায়

স্তবকে স্তবকে তখন মাটির গন্ধ,

খোলা খাতায় গোটা গোটা সূর্য জন্ম দেয়া আকাশ

আর ভালোবাসার সুরে পৃথিবীময় প্রেমের উদাত্ত স্বর।

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন