অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় তপাশ্রী

  

মেয়ে কেবলই নারী
===============



মায়ের কোলে ছোট্ট শিশু ; জন্ম নিল নারী ,
মেয়ে বলে অনেক মানুষ , করলো মুখ হাঁড়ি ।

ধন্য হল মা যে তখন ; মাতৃ জীবন পেয়ে ,
বলল শুধু সন্তান মোর , হয় যদিও মেয়ে ।

রত্ন সম কন্যা যাহার , দুঃখ কিছু নাই যে তাহার ;
মেয়ে আজ কম কিসে বা,একবিংশ শতক আবার।

বড় হতে পড়তে হল ; দিতে হল কত না পাশ ,

এইভাবে করলো শেষ ,স্কুল-কলেজের পাঠ ।

এবার যত পরশি ছিল ; শতেক দিল প্রশ্নবাণ ,
তাই না শুনে হলেন পিতা ,চিন্তিত এক মহাপ্রাণ ।

বিয়ে কী আর সহজ কথা ; দিতে হবে যে পণ ,
শুনে মেয়ে রোষে আগুন , নিল ভারী ধনুপণ ।

মেয়ে মানে কি শুধুই পণ্য ; দাঁড়ি পাল্লায় গণ্য,
বিংশ শতক চলছে বাবা ,এ কথা ভাবাই নগণ্য ।

দাঁড়ি-গোঁফে তফাৎ শুধু ; পোশাকে নাই ভেদ ,

পড়াশুনা করে সবাই ভেঙেছে যত ভেদাভেদ ।

ভয়কে জয় করতে পারি; আশায় আছে সব নারী ,
বিশ্বভুবন মাঝে যেন আলোর দিশা হতে পারি ।

মেয়ে -যে এক নারী ; জানে জগতের যত প্রাণী
"নয় অবলা হয়েছে সবলা" -জেনো জ্ঞানীগুণী ।।

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন