অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

দুইটি কবিতায় অঙ্কন গুচ্ছাইত 

  

 


মেয়েটির নাম নদী
================




রামধনু নদী বেয়ে এসেছে প্রণয়াকর্ষণ তরী

দু’বাহু তীরে রেখেছে আগলে,

দূরদর্শী যারা দেখেছে তারে

সময়ে হয়েছে বিহ্বল ।

কাল বেলায় হয়েছে মেঘলা । ভেসে ওঠেনি

সাত রঙ !

প্রবাসীরা এসে গড়ে ছিল ঘর,

স্বপ্ন গুলো রেখে গেছে কাগজে মোড়া ।

ভেসে গেছে রঙ,-- হয়েছে ধূসর !

তবু , সে--

স্বচ্ছ, পড়ে আছে প্রস্তর ।

সিতাভ বসনে প্রত্যাশায় রয়েছে

সবাই চেনে মেয়েটির নাম নদী ।





 
শুকতারা হামাগুড়ি দেয়
================



ঘর থেকে খেদানো দু’টি পাখি

বিচরণ করে আকাশ ও ভূমি

অপরাধ একে অপরকে বেছে নেওয়া ।

বহুকাল ছিল খাঁচা বন্দি

ছাড়া পেয়ে মিলতে

এমনটা-ই ।



নীলিমা ওদের ছাদ একপক্ষ জ্বলে আলো

পরিচিত ইন্দু-বাল্ব্ ।

জমিনে খুঁটে খায় মাছ

গত বছরের কুড়িয়ে জমানো ধানের শীষ

পাশের জলায় ছড়িয়ে করেছে চাষ ।

ভোরে, পাতার ছাউনি তে উঁকি দিল শুকতারা

দেখার ব্যস্ততায়......

কখন এসে নিয়ে গেছে ছাউনি- প্রভঞ্জন !


আজ, শুকতারা হামাগুড়ি দেয় ।

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন