অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

কবিতায় মিলি দাস

 

 

 



ভালোবাসার ওম
===============



অবসন্ন গোধূলি বিকেলে

একদিন ম্লান মুখে বলেছিলাম

আমার ক্ষুদ্র ভাবনাগুলোকে

জীবনবোধের গভীরতায়

যুগের সঞ্চয় করে তুলবে ?

সফলতার অগ্নিপরিধির মাঝে

শরীর বেয়ে মৃতদেহের গন্ধ বইছে,

অন্ধকারের বৈতরণী পার করে

মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলাম

আমি অন্য গ্রহের মানুষ নই।

আমার বর্তমানের অনুভবে

অতীতের সঞ্চিত অভিজ্ঞতার

সচেতনতা এনে দেবে?

হৃদয়ের অনন্ত আকাশে

উদ্যম মনের আঙিনায়

অবচেতন মনে শব্দরা

রামধনু রং নিয়ে করছে খেলা,

আর আমি?

নির্জন বারান্দায় বসে

ভালোবাসার ওম খুঁজে বেড়াচ্ছি।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন