মোটর বাইকের শব্দ শুনে বিল্ববাবু ঘর থেকে বেরিয়ে এলেন। কিছুক্ষণ পূর্বে তিনি পোস্ট অফিস থেকে ফিরেছেন।এখনো গায়ের ঘাম পর্যন্ত শুকোয়নি ।
- কী ব্যাপার কিশলয় , কোন ভুল হলো নাকি?
কিশলয় পোস্ট অফিসের এজেন্ট।
কিশলয় বলে, একটা ভুল হয়ে গেছে যে জ্যেঠু ।
- ভুল !তা বাবা ,কী ভুল হল বল দিকিনি ।
- নমিনির ঘরটা পূরণ করতে ভুলে গেছেন। পঞ্চাশ লক্ষ টাকার ব্যাপার বলে কথা।
-কিছুই ভুল হয়নি বাবা। চার ছেলে দু'মেয়ে ।কেউ কারো ঘাটে জল খায় না। মরার পর চিতার আগুন নিভবে না, ওরা ওদের বাপের নাম পর্যন্ত ভুলে যাবে ।একটু হ্যাপা তো সামলাক।
বাইকটা নিয়ে কিশলয় যখন সবে বড় রাস্তায় উঠেছে, চারজন মহিলা তার বাইক আটকে তার হাতে একটা কাগজের টুকরা ধরিয়ে দিল ।
একজন বললো, কেবল এই চারজন ছেলেই নমিনি হবে ।
মহিলারা চলে গেলে কিশলয় মুখ তুলে দেখল বিল্বুবাবু তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিশলয় কাগজের টুকরোটা ছিঁড়ে ফেলে দিল ।বিল্ববাবু স্বস্তির নিঃশ্বাস ফললেন ।অন্তত কিছু দিন বেঁচে গেলেন তিনি।
- কী ব্যাপার কিশলয় , কোন ভুল হলো নাকি?
কিশলয় পোস্ট অফিসের এজেন্ট।
কিশলয় বলে, একটা ভুল হয়ে গেছে যে জ্যেঠু ।
- ভুল !তা বাবা ,কী ভুল হল বল দিকিনি ।
- নমিনির ঘরটা পূরণ করতে ভুলে গেছেন। পঞ্চাশ লক্ষ টাকার ব্যাপার বলে কথা।
-কিছুই ভুল হয়নি বাবা। চার ছেলে দু'মেয়ে ।কেউ কারো ঘাটে জল খায় না। মরার পর চিতার আগুন নিভবে না, ওরা ওদের বাপের নাম পর্যন্ত ভুলে যাবে ।একটু হ্যাপা তো সামলাক।
বাইকটা নিয়ে কিশলয় যখন সবে বড় রাস্তায় উঠেছে, চারজন মহিলা তার বাইক আটকে তার হাতে একটা কাগজের টুকরা ধরিয়ে দিল ।
একজন বললো, কেবল এই চারজন ছেলেই নমিনি হবে ।
মহিলারা চলে গেলে কিশলয় মুখ তুলে দেখল বিল্বুবাবু তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিশলয় কাগজের টুকরোটা ছিঁড়ে ফেলে দিল ।বিল্ববাবু স্বস্তির নিঃশ্বাস ফললেন ।অন্তত কিছু দিন বেঁচে গেলেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন