মধুমিতা রায় চৌধুরী মিত্র
===========================
আজকাল দুপুরবেলা হলেই মেঘগুলো করে গুরুগুরু!
ঠিক তখনই কেন বুঝিনা আমারও হয় মন-খারাপ
শুরু।
এলোকেসি কালো মেঘ যখন ছড়িয়ে পরে
সারা আকাশ জুড়ে।
কোথা থেকে যেন কালো মেঘগুলোও আমার মনের
মাঝেও আসে উড়ে।
আঁধার যখন হঠাৎ নামে, কমে আসে চারিদিকের আলো।
কষ্ট গুলো জমাট বেঁধে, করে দেয় মনের ভিতরও কালো।
হালকা হালকা হওয়া নিয়ে যখন বাড়তে থাকে ঝড়।
ভয় আমি কাঁপি আর ভাবি এবার না ভাঙে তাসের
ঘর!!
বৃষ্টি যখন পড়তে থাকে, দুই-এক ফোটা করে।
ওমন কিছু ফোটাও ঝরে যায় আমার দুই গাল
বেয়ে।
বৃষ্টি এবার ভীষণ বেগে দেখায় তার নিজের
দাপট!
আমিও তখন ভাঙতে থাকি, মন যে হয় ওলটপালট!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন