অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় বনশ্রী রায় দাস

 

============================

ভাষাবাড়ি
============================


কোথায় আমার বাড়িঘর ,প্রায়ই একথা বলতে ।

যেখানে যখন থাকি সেটা আমার ঘর

জবাবে বলেছি আমি তোমাকে ।

বিরক্তি ভাবে তুমি বলেছিলে

এবার তোমার নিজের ঘর বানাও ।



মৌন হাওয়া তরঙ্গ ঢেউয়ের পায়ে নূপুর হলো

চোখের কোণে ঝিলিক দিল অনন্ত সুরের

ঘর বাঁধার স্বপ্ন ,শৈল্পিক আঙুলের মুদ্রায়

বানাই আমার ঘর জন্ম থেকে জন্মান্তরে ।

গর্ভগৃহে রাখলাম স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আর

জানালার গরাদে চন্দ্রবিন্দু,দালান থেকে

দরজা বরাবর সূর্যমুখী হাওয়া ,চিলেকোঠায়

কুলুপ এঁটে বসে জিজ্ঞাসা চিহ্ন ।

দেওয়ালের গায়ে শ্বেতপাথর হয়ে

লুটিয়ে পড়ে টগরের হাসি পলাশ-ব্যকরণ

বারান্দায় ধ্যানস্থ বিসর্গ' এর বেড়া ছুঁয়ে

বেজে যায় চাঁপাতলার হারমোনিয়াম

ঘরের ছাদে খেলা করে আপনমনে শুকতারা ।

নদীর সন্ধ্যা শোনে আঁচলের পূর্ণচ্ছেদ ।



নির্মাণ সম্পূর্ণ হলে সে ঘর আমার থাকে না

সেখানে বসত করেন আমার ভাষাজননি ,

ইতিহাস , ভূগোল আর প্রেমের ঝুমঝুমি ।

হৃদয়ে ঢেউ তুলে ধ্বনিময় স্রোত

সিংদরজায় হয়তো বা ফুটে উঠতে পারে

ভিমবেটকার কারুশিল্প অথবা

আলতামিরার বিখ্যাত সেই গুহাকারু।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন