অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় মন্দিরা ঘোষ 

 


=============
বাঁ হাতের আঙুল
=============


দূরত্বের মাঝে ছড়িয়ে আছে

অজস্র হিমের কুচি

দুপুরের ছেদচিহ্নর ভিতর

একটা নিটোল বাদামি নদী

ভেঙে ভেঙে উপুড় করছে

মেঘবৃষ্টির উপলক্ষ


দূরে একটা ভাঙাচোরা সাদাবাড়ি

বিলি হয়ে যাচ্ছে তার হৃৎপিণ্ড

বিলি হচ্ছে বারান্দার রোদ

একটুকরো ছাদের বিকেল


অস্থির জানলা গুলি খুলে

বেরিয়ে যাচ্ছে সমস্ত গোপন ঋতুদাগ

হেমন্তের নামাল হলুদদুপুর আর

দূর থেকে নিশপিশ করছে

বাঁ হাতের আঙুলগুলি

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন