অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় সুনন্দ মন্ডল

===============
নৌকা-জীবন
===============



ডুবে গেছে

একবুক জলে হারিয়েছে খেই

উঠে পড়ে চ্যালাকাঠ

ভেসে থাকে ভেলা

দু'একটি নৌকা-জীবন

দূরে ছোটে অনন্তকাল


লেনাদেনা একরকম অংশীদার

সমাজের বয়ে যাওয়া সভ্যতায়

নিঃস্ব হয়ে বেঁচে থাকার চেয়ে

একটু স্বার্থপরতা অলংকার


শুধু ডুবে গেছে মনুষ্যত্বের কুঁড়ি

একবুক পচা জলে হারিয়েছে খেই

তবুও ছুটে চলে স্রোত

দু'একটা নৌকা-জীবন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন