===============
নতুন রঙের আকাশ
===============
আজ একটা নতুন রঙের আকাশ,
ঠিক যেমনটা মন-ভাঙা রঙ হয়-
খাপছাড়া মেঘ উড়ান ভরা ভুলে
এলোমেলোর আকাশ মোহময়।
এমন রঙটা বেশ লাগে অনুভবে,
শিরশিরিয়ে ঢেউ তোলে চোখ জলে-
পাথর গুলো ঝরঝর খসে পড়ে
বুকের ভেতর খানিক স্বস্তি আসে।
ঝড়ের সময় ধুলোয় ভরা মাঠ,
ঠিক যেমনটা মন-ভাঙা ধুলো হয়-
ঝাপসা চোখে দূরের নাগাল পার
তোলপাড়িয়ে বুকের ভেতর রয়।
এমন ধুলো স্তর ফেলে দেয় প্রাণে,
জমায় বালি, কাঁকর ক্ষুদ্র যতো-
পরত পড়ে সব ভালো দের ওপর
রেশ থেকে যায় পাল্কি দোলার মতো॥
নতুন রঙের আকাশ
===============
আজ একটা নতুন রঙের আকাশ,
ঠিক যেমনটা মন-ভাঙা রঙ হয়-
খাপছাড়া মেঘ উড়ান ভরা ভুলে
এলোমেলোর আকাশ মোহময়।
এমন রঙটা বেশ লাগে অনুভবে,
শিরশিরিয়ে ঢেউ তোলে চোখ জলে-
পাথর গুলো ঝরঝর খসে পড়ে
বুকের ভেতর খানিক স্বস্তি আসে।
ঝড়ের সময় ধুলোয় ভরা মাঠ,
ঠিক যেমনটা মন-ভাঙা ধুলো হয়-
ঝাপসা চোখে দূরের নাগাল পার
তোলপাড়িয়ে বুকের ভেতর রয়।
এমন ধুলো স্তর ফেলে দেয় প্রাণে,
জমায় বালি, কাঁকর ক্ষুদ্র যতো-
পরত পড়ে সব ভালো দের ওপর
রেশ থেকে যায় পাল্কি দোলার মতো॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন