অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় তনুজা চক্রবর্তী 

  


=========
বন্দি টিয়া
=========


দেখা হলে বোলো তাকে

খোঁজ করেছিলাম।

এখনো আসে,

বউ-কথা-কও, ডাহুক, ফিঙে,চড়াই ।

বড়াই তারা করেও রূপ নিয়ে!

কেবল, শালিকেরা আগের মতই ঝগড়া বাঁধায় রোজ।

সময় পেলেই গুনতে থাকি

আগের মত করে।

একটা গেল, দুটো গেল, উড়ল একে একে---

হারিয়ে যাওয়া হল না আর

আমার সেই থেকে।


মাঝে মাঝেই হারাব ভাবি

আবার ভাবি কেন?

সত্যিই কি হারিয়ে যাওয়া যাবে কক্ষনো?

শব্দ মেপে, শব্দ ছেঁকে বানিয়েছি এক জগত,

বন্দি টিয়ার আকাশ ছোঁয়ার শখ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন