==============
শব্দ-জাল
==============
==============
দীঘির পাঁকে পদ্ম ফোটে
তারুণ্যের আঁচে যৌবন
ওষ্ঠের সীমানায় গোলাপ
রচনা করে মৌ-বন
মেট্রোয় বসে হাসনুহানা
হৃদয়ের ভারে আনত মুখ
সুখ-দুঃখের উতার-চড়াও
হাসিতে ঝরে তৃপ্তি অটুট
এস্প্লানেডের চওড়া চাতাল
ঠুংরি ঠমকে একটু বেসামাল
এগোব না কথা বলব
ভাবতে ভাবতে শেষ সকাল
রাত গভীরে মিলল ছুটি
সব আনন্দ ক্লান্তির ভাঁড়
রাত নিশুত স্তব্ধ জীবন
শুধু খোলা ঐ চোখের কাউন্টার ।।
=================
পারব না উড়তে
=================
তুমি ধরে এনেছ আকাশ
আমি পারব না উড়তে
ডানা ভেঙ্গে গেছে
তুমি উত্তাপে গলে মন্দাকিনি
আমি ভারসাম্যবিহীন গ্লেসিয়ার
কখনো মনে পড়ে
একসময় তোমার বুকে মুখ ঘষেছিলাম
একরাশ ক্ষিদে ছিল
এখন জীবনের ওলি-গলি সুনসান
কাঁপাও রাজপথ কাঁদাও আমায়
হ্রস্ব হতে হতে আমি বুঝি নিস্বতম
মরুভুমি, মজে যাওয়া খাত ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন