================
সপ্রেম
================
বহু বছর গেছে কেটে, কত যুগ চলে গেছে এমনি এমনি
আধভাঙা আকাশের তলায় পৃথিবী আর খন্ড চাঁদের রতি কাহিনী
তুমি বলেছিলে এভাবেই আসে প্রেমের পাশে অনন্ত অসীম
শূন্যতায় হাত পেতে থাকি, তুমি দিয়ে যাও বিরহী প্রেম
জ্যোৎস্না ধোয়া জল শিশিরে যায় মিশে
অচেনা পাতায় লিখে রাখা মেঘের ঠিকানা
বৃষ্টিতে ধুয়ে যায় যেকোনো অতিক্রম
নেমে আসে ঠোঁট, অসংখ্য অন্ধকার পেরিয়ে গভীর চুম্বন
স্বপ্নে দেখা পুনরায়ে স্থির দুই চোখ
প্রগাঢ় শূন্যে শরীর চলে যেতে যেতে শরীরে আসে ফিরে
বহুকাল আগে বসে ছিলাম ঝর্ণার পাশে
পাশে জীবন আর সহোদরা দুই মুখ
ছায়া সরে সরে যায়, ডুব দিই নিজের ভেতর
বহু বছর যায় কেটে,কত যুগ চলে যায় এমনি এমনি
শূন্যতায় হাত পেতে থাকি, তুমি দিয়ে যাও বিরহী প্রেম।
================
বহু বছর গেছে কেটে, কত যুগ চলে গেছে এমনি এমনি
আধভাঙা আকাশের তলায় পৃথিবী আর খন্ড চাঁদের রতি কাহিনী
তুমি বলেছিলে এভাবেই আসে প্রেমের পাশে অনন্ত অসীম
শূন্যতায় হাত পেতে থাকি, তুমি দিয়ে যাও বিরহী প্রেম
জ্যোৎস্না ধোয়া জল শিশিরে যায় মিশে
অচেনা পাতায় লিখে রাখা মেঘের ঠিকানা
বৃষ্টিতে ধুয়ে যায় যেকোনো অতিক্রম
নেমে আসে ঠোঁট, অসংখ্য অন্ধকার পেরিয়ে গভীর চুম্বন
স্বপ্নে দেখা পুনরায়ে স্থির দুই চোখ
প্রগাঢ় শূন্যে শরীর চলে যেতে যেতে শরীরে আসে ফিরে
বহুকাল আগে বসে ছিলাম ঝর্ণার পাশে
পাশে জীবন আর সহোদরা দুই মুখ
ছায়া সরে সরে যায়, ডুব দিই নিজের ভেতর
বহু বছর যায় কেটে,কত যুগ চলে যায় এমনি এমনি
শূন্যতায় হাত পেতে থাকি, তুমি দিয়ে যাও বিরহী প্রেম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন