অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

একটি কবিতায় সূর্য মণ্ডল 

 



============
কথার পরে কথা
============


গুটিয়ে এনেছি সব কথা, যেভাবে

সূর্য গুটিয়ে আনে আলোর ম্যাজিক।

বলার মতো তেমন ছিল না কিছুই।

ছিল না চমক দেওয়ার মতো কোনও রূপকথা।

মুগ্ধ করার মতো শব্দের কারুকাজ।

তুমুল বৃষ্টি নামল কলকাতায়, বৃষ্টি

ভরতনাট্যমের মুদ্রায় ছুঁয়ে ফেলল শোকের অববাহিকা।

এই তো সময় কনিকার-

বৃষ্টিহাওয়ায় সুর তোলার।

আমি গান শুনতে শুনতে ভাবি কৌশল, কি ভাবে

জিভের দগায় পরাব লাগাম।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন