===========
বিলাপ
===========
রাতের মিহি বায়ুর উপর একটা বিলাপ ভেসে বেড়ায়,
সে বিলাপের ভাষা বুঝতে গিয়ে কান পাতি
সাজেকের হালকা মেঘে।
দেখি তুমি গলা উঁচু করে দাঁড়িয়ে আছো মেঘের ভেতর
আমি হাত বাড়াই, তুমি হাতের মুঠোয় পুড়ে দাও
একদলা বিনে পয়সার হাওয়ায় মিঠাই।
তারপর তাকিয়ে দেখি
তুমি বিস্তীর্ণ অন্ধকারের মাঝে বিলীন হয়ে গেছো
তোমার এই বিলুপ্তির কথাই বিলাপ করতে করতে
বলছিল রাতের কুয়াশায় মোড়া বায়ু।
বিলাপ
===========
রাতের মিহি বায়ুর উপর একটা বিলাপ ভেসে বেড়ায়,
সে বিলাপের ভাষা বুঝতে গিয়ে কান পাতি
সাজেকের হালকা মেঘে।
দেখি তুমি গলা উঁচু করে দাঁড়িয়ে আছো মেঘের ভেতর
আমি হাত বাড়াই, তুমি হাতের মুঠোয় পুড়ে দাও
একদলা বিনে পয়সার হাওয়ায় মিঠাই।
তারপর তাকিয়ে দেখি
তুমি বিস্তীর্ণ অন্ধকারের মাঝে বিলীন হয়ে গেছো
তোমার এই বিলুপ্তির কথাই বিলাপ করতে করতে
বলছিল রাতের কুয়াশায় মোড়া বায়ু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন