==========
জন্মতৃষ্ণা
==========
ফিরে এসো___
হারিয়ে যাওয়া সোনালী শীত বিকেলে....
পাশাপাশি হাঁটা বাকী শুধুমাত্র একটি আলোকবর্ষ
হাতে হাত রেখে ইতস্তত আঙুল...
চঞ্চল নদী বুকে মৃদু ঢেউ তোলা বাতাসে
সেই অতলান্ত চোখে অনুরক্ত সূর্যের
ডুবে যাওয়া দেখে নিই আরেক পাখি-জন্মে।
ক্লান্ত ডানায় ক্লান্তি মুছে ফেলে.....
আকাশের পিছুটান উপেক্ষায়
তুলসী তলায় সন্ধ্যে প্রদীপ শিখার
ম্লান আলো মেখে নীড় গন্তব্যে
শীতলপাটি আঁচলে মাথা রেখে নিবিড় চন্দ্রিমায়
তোমাকে ডেকে নিই জোছনার ডাকনামে।
তারপর! কোজাগরী মুহূর্তের আবেশে__
ছাতিম ফুলের গন্ধে মাতাল হয়ে
নিশাচর আলোছায়ায় আবৃত করে
ডুবিয়ে ফেলি জল ঠোঁট কম্পিত অধরে
কানে বেজে উঠুক আরেকটিবার
শিশির পতনের সুখার্তি সবুজ ঘাসের আগায়।
আজন্ম প্রণয় তৃষ্ণায় জাগা মানসী রাত__
জড়িয়ে নেয় আঁধার রোহিনী বন্ধনে
শীতের হিমেল আবহে অন্তরের উষ্ণতায়
ইচ্ছে বীণায় মিলনরাগে বাজে আশাবরী কথালাপ
ভোরের লাজুক আলোয় উড়ে অনন্ত প্রেম....
চোখে চোখে কাঙ্খিত আকাশ-জন্ম হোক আরেকটিবার ।
জন্মতৃষ্ণা
==========
ফিরে এসো___
হারিয়ে যাওয়া সোনালী শীত বিকেলে....
পাশাপাশি হাঁটা বাকী শুধুমাত্র একটি আলোকবর্ষ
হাতে হাত রেখে ইতস্তত আঙুল...
চঞ্চল নদী বুকে মৃদু ঢেউ তোলা বাতাসে
সেই অতলান্ত চোখে অনুরক্ত সূর্যের
ডুবে যাওয়া দেখে নিই আরেক পাখি-জন্মে।
ক্লান্ত ডানায় ক্লান্তি মুছে ফেলে.....
আকাশের পিছুটান উপেক্ষায়
তুলসী তলায় সন্ধ্যে প্রদীপ শিখার
ম্লান আলো মেখে নীড় গন্তব্যে
শীতলপাটি আঁচলে মাথা রেখে নিবিড় চন্দ্রিমায়
তোমাকে ডেকে নিই জোছনার ডাকনামে।
তারপর! কোজাগরী মুহূর্তের আবেশে__
ছাতিম ফুলের গন্ধে মাতাল হয়ে
নিশাচর আলোছায়ায় আবৃত করে
ডুবিয়ে ফেলি জল ঠোঁট কম্পিত অধরে
কানে বেজে উঠুক আরেকটিবার
শিশির পতনের সুখার্তি সবুজ ঘাসের আগায়।
আজন্ম প্রণয় তৃষ্ণায় জাগা মানসী রাত__
জড়িয়ে নেয় আঁধার রোহিনী বন্ধনে
শীতের হিমেল আবহে অন্তরের উষ্ণতায়
ইচ্ছে বীণায় মিলনরাগে বাজে আশাবরী কথালাপ
ভোরের লাজুক আলোয় উড়ে অনন্ত প্রেম....
চোখে চোখে কাঙ্খিত আকাশ-জন্ম হোক আরেকটিবার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন