নির্বাক ভালবাসা
জীর্ণ সম্পর্কের মাঝে হঠাৎ স্ফুলিঙ্গ
পথভোলা স্মৃতির মত
কিছুটা বিভ্রান্তি, বাকিটা সন্দিহান
সংসারের জটিল আবর্তে
হারিয়ে যাওয়া আমরা দুজন
আবার সবুজ.....মনের বর্ষায়
এলোমেলো ঝাপটায় কিছুটা বেসামাল,
কত কথা হল এত বছর ধরে
তবুও এই মুহুর্তের উল্লাসে
আমরা নির্বাক
ইচ্ছের আঙ্গিনায় অপলক দৃষ্টির প্রতিবেদন,
এই অপরূপ নির্জন সায়াহ্ন
সাজাতে চাই ঋতুর যৌতুকে,
সমস্ত ঋতুর জানালা একসঙ্গে উম্মুক্ত করে
হারিয়ে যাব জোৎস্নার আলিঙ্গনে
বোহেমিয়ান আলস্যে...
অস্পষ্ট ভালোলাগায় খুঁজে পাব
সম্পর্কের মূল্যায়ন
ধূসরে সবুজে বিলীন হব
মধ্যরাতের বিষণ্নতায়..
উড়ো স্মৃতি
মন ভর্তি তোমার মুহূর্তরা উড়ে যেতে চাইছিল
ঝোড়ো হওয়ায়,
আজ খুব বৃষ্টি হলে
ভিজবে ফেলে আসা মুহূর্ত
একটু অস্পষ্ট হবে
উড়ে যাওয়া চিঠির সংলাপ,
হয়তো ভাসা হবে না আমার
তোমার স্রোতের অনুকূলে
ব্যাস্ততার অভিসারে মিলিয়ে যাব
গোধূলীর আলোক রেখায়.....
একা যেতে হবে বহুদূর,
বৃষ্টি কমলে মনের জানালা খুলে
শুকিয়ে নেব উড়ো স্মৃতির কোন
রোজই দেখব একবার করে
বোবা মনের চাহিদার অবসরে,
অনেক বছর পর যদি আবার বৃষ্টি নামে
উড়ো চিঠির পাতায় খুঁজে নেব
ফেলে আসা তোমার মুহূর্ত
মেঘ মনে হারিয়ে যাব
মুছে যাওয়া সংলাপে
বৃষ্টির অবকাশে......
জীর্ণ সম্পর্কের মাঝে হঠাৎ স্ফুলিঙ্গ
পথভোলা স্মৃতির মত
কিছুটা বিভ্রান্তি, বাকিটা সন্দিহান
সংসারের জটিল আবর্তে
হারিয়ে যাওয়া আমরা দুজন
আবার সবুজ.....মনের বর্ষায়
এলোমেলো ঝাপটায় কিছুটা বেসামাল,
কত কথা হল এত বছর ধরে
তবুও এই মুহুর্তের উল্লাসে
আমরা নির্বাক
ইচ্ছের আঙ্গিনায় অপলক দৃষ্টির প্রতিবেদন,
এই অপরূপ নির্জন সায়াহ্ন
সাজাতে চাই ঋতুর যৌতুকে,
সমস্ত ঋতুর জানালা একসঙ্গে উম্মুক্ত করে
হারিয়ে যাব জোৎস্নার আলিঙ্গনে
বোহেমিয়ান আলস্যে...
অস্পষ্ট ভালোলাগায় খুঁজে পাব
সম্পর্কের মূল্যায়ন
ধূসরে সবুজে বিলীন হব
মধ্যরাতের বিষণ্নতায়..
উড়ো স্মৃতি
মন ভর্তি তোমার মুহূর্তরা উড়ে যেতে চাইছিল
ঝোড়ো হওয়ায়,
আজ খুব বৃষ্টি হলে
ভিজবে ফেলে আসা মুহূর্ত
একটু অস্পষ্ট হবে
উড়ে যাওয়া চিঠির সংলাপ,
হয়তো ভাসা হবে না আমার
তোমার স্রোতের অনুকূলে
ব্যাস্ততার অভিসারে মিলিয়ে যাব
গোধূলীর আলোক রেখায়.....
একা যেতে হবে বহুদূর,
বৃষ্টি কমলে মনের জানালা খুলে
শুকিয়ে নেব উড়ো স্মৃতির কোন
রোজই দেখব একবার করে
বোবা মনের চাহিদার অবসরে,
অনেক বছর পর যদি আবার বৃষ্টি নামে
উড়ো চিঠির পাতায় খুঁজে নেব
ফেলে আসা তোমার মুহূর্ত
মেঘ মনে হারিয়ে যাব
মুছে যাওয়া সংলাপে
বৃষ্টির অবকাশে......
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন