অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে অণুগল্পে গোবিন্দ মোদক 

 


অন্যমনে অণুগল্পে গোবিন্দ মোদক
========================


সান্তাক্লজ যখন বাবা

বাবার পোর্ট্রেট ছবিটার সামনে বসে বাবাকে একটা চিঠি লিখছিল পোর্শিয়া ---

"ডিয়ার বাবা, ছোটবেলায় তুমি বলতে বড়দিনের রাতে মাথার বালিশের কাছে মোজা রেখে দিলে গভীর রাতে নাকি সান্তাক্লজ এসে উপহার রেখে যায়। সেইমতো আমরা, ভাইবোনেরা মোজা রেখে পরদিন সক্কালে উঠেই খোঁজ করতাম, আর মোজার ভেতর পেয়ে যেতাম আশ্চর্য সব রঙিন উপহার, চকোলেট, খেলনা হাতঘড়ি, আরও কত কি ! আজ বুঝি বাবা, প্রত্যেক ছেলেমেয়ের জীবনেই একজন সান্তাক্লজ থাকেন --- আর তিনি হলেন তাদের বাবা।

বাবা, আজ আমি দুই ছেলে-মেয়ের মা হয়েছি। ওদেরকে আজ আমি সান্তাক্লজের গল্প বলি আর আমার মনের ভেতর ভাসতে থাকে তোমার আশ্চর্য রঙিন ছবি ! সান্তাক্লজের দেশে ভালো থেকো বাবা। তোমার পোর্শিয়া।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন