অন্যমনে গুচ্ছকবিতায় প্রবোধ চন্দ্র দাস
============================
============================
বিশ্বাস
বলা যায়নি অনেক কথা
অন্তরে থাকুক তবে,
কে বলেছে ভালোবাসলে
তাকেই পেতে হবে ?
আনন্দগুলো দূরে সরে যাচ্ছে
বয়স যতই যাচ্ছে হেলে,
যাকে বন্ধু ভেবে ভালোবাসছো
সেই যাবে প্রতারনার কোলে।
অনেকে নতুনকে পেয়ে
পুরোনোকে ভুলে যায়।
কেউ হাজারো নতুনের ভীড়ে
পুরোনোকে খুঁজে বেড়ায়।
বন্ধুত্ব একটা সুন্দর সম্পর্ক
যাকে মনের কথা বলা যায়।
রক্তের সম্পর্ক কাছের হলেও
তাকে কি বিশ্বাস করা যায় ?
মনটা খারাপ সবার জন্য হয় না
যার জন্য হয়, সে বোঝে না।
একা এসেছো, একাই যেতে হবে
বেশী কিছু আশা করো না।
বিশ্বাস একটা ভয়ানক জিনিষ
যা চোখে দেখা যায় না
ছোঁয়াও যায় না, তবে এটা হারালে
জীবনের বাকি কিছু থাকে না।
শেষের সেদিন
আমার বলে কি কিছু আছে ?
একদিন তো হার মানতেই হবে
মৃত্যু দেবতার কাছে ।
কি লাভ তবে আমার আমার করে ?
বরং প্রতিদিন বাঁচো প্রান ভরে
যেতে হবে শুন্য হাতে।
থাকবে শুধু আপন কর্মফল !
তাই কর্ম করে যাও সর্বদা
ফলের আশা নিশ্চিত নয়।
যতই গুছাও, তল্পি বাঁধো, নিতে পারবে ?
কিছুই নিতে পারবে না সাথে
যাবার বেলায় হারাবে হেলায়।
আমার আমার কর, ভাই, বন্ধু,প্রিয়জনকে
সময় দেবে না কাউকে খোঁজ নিতে
নোটিশ আসলেই তৎখনাৎ যেতে হবে।
লেখা আছে সব চিত্রগুপ্তের খাতায়
যার যেমন কর্ম তেমন ফল হয়।
কেউ থাকে চিন্তায়, করোর হেঁসে বিদায়।
হ্যাঁ চির বিদায় !
বুল বুল
এ কোন ঝড়ের রাত্রি
আঁধারের বিস্ফারিত নেত্র,
উত্তাল করিছে ধরিত্রি
বাদ যায়নি শ্রীক্ষেত্র।
ঝেঁপে আসছ তুমি বুল বুল
নাম দিয়েছে তোমায় পাক-কুল।
সৃষ্টি তব বঙ্গোপসাগরে
বঙ্গ কাঁপিছে তোমার গুন্জরে।
ঝড়-অঙ্গ তব বিষায়িছে বায়ু
জন-জীবনের কলুষিত স্নায়ু।
একটি মুহুর্ত নাই কোন শ্রান্তি
মুমুর্ষু প্রানীর প্রানান্ত ক্লান্তি ।
উন্মাদনা বাড়িয়েছ পর্ণ কুটিরে
যাযাবর স্থান করেছে হট্টমন্দিরে।
চান্চল্য ছড়িয়েছে ঘরে ঘরে
প্রশাসন বড্ড চিন্তায় তোমার বিস্তারে।
এহেন উৎকন্ঠায় প্রান জেরবার
লাগাম ধর তব প্রসার,
লন্ডভন্ড হইতেছে দৈনন্দিন জীবন
এখনই বন্ধ হোক তোমার কু-চিন্তন।
স্তব্ধ কর তোমার বিচিত্র-স্পন্দন
কাঁপিছে বিশ্ব-বঙ্গ মন উচাটন।
নিরত থাক বিস্তারিতে প্রতিকুল
প্রস্থান কর ধিক্ তুমি বুল বুল।
বলা যায়নি অনেক কথা
অন্তরে থাকুক তবে,
কে বলেছে ভালোবাসলে
তাকেই পেতে হবে ?
আনন্দগুলো দূরে সরে যাচ্ছে
বয়স যতই যাচ্ছে হেলে,
যাকে বন্ধু ভেবে ভালোবাসছো
সেই যাবে প্রতারনার কোলে।
অনেকে নতুনকে পেয়ে
পুরোনোকে ভুলে যায়।
কেউ হাজারো নতুনের ভীড়ে
পুরোনোকে খুঁজে বেড়ায়।
বন্ধুত্ব একটা সুন্দর সম্পর্ক
যাকে মনের কথা বলা যায়।
রক্তের সম্পর্ক কাছের হলেও
তাকে কি বিশ্বাস করা যায় ?
মনটা খারাপ সবার জন্য হয় না
যার জন্য হয়, সে বোঝে না।
একা এসেছো, একাই যেতে হবে
বেশী কিছু আশা করো না।
বিশ্বাস একটা ভয়ানক জিনিষ
যা চোখে দেখা যায় না
ছোঁয়াও যায় না, তবে এটা হারালে
জীবনের বাকি কিছু থাকে না।
শেষের সেদিন
আমার বলে কি কিছু আছে ?
একদিন তো হার মানতেই হবে
মৃত্যু দেবতার কাছে ।
কি লাভ তবে আমার আমার করে ?
বরং প্রতিদিন বাঁচো প্রান ভরে
যেতে হবে শুন্য হাতে।
থাকবে শুধু আপন কর্মফল !
তাই কর্ম করে যাও সর্বদা
ফলের আশা নিশ্চিত নয়।
যতই গুছাও, তল্পি বাঁধো, নিতে পারবে ?
কিছুই নিতে পারবে না সাথে
যাবার বেলায় হারাবে হেলায়।
আমার আমার কর, ভাই, বন্ধু,প্রিয়জনকে
সময় দেবে না কাউকে খোঁজ নিতে
নোটিশ আসলেই তৎখনাৎ যেতে হবে।
লেখা আছে সব চিত্রগুপ্তের খাতায়
যার যেমন কর্ম তেমন ফল হয়।
কেউ থাকে চিন্তায়, করোর হেঁসে বিদায়।
হ্যাঁ চির বিদায় !
বুল বুল
এ কোন ঝড়ের রাত্রি
আঁধারের বিস্ফারিত নেত্র,
উত্তাল করিছে ধরিত্রি
বাদ যায়নি শ্রীক্ষেত্র।
ঝেঁপে আসছ তুমি বুল বুল
নাম দিয়েছে তোমায় পাক-কুল।
সৃষ্টি তব বঙ্গোপসাগরে
বঙ্গ কাঁপিছে তোমার গুন্জরে।
ঝড়-অঙ্গ তব বিষায়িছে বায়ু
জন-জীবনের কলুষিত স্নায়ু।
একটি মুহুর্ত নাই কোন শ্রান্তি
মুমুর্ষু প্রানীর প্রানান্ত ক্লান্তি ।
উন্মাদনা বাড়িয়েছ পর্ণ কুটিরে
যাযাবর স্থান করেছে হট্টমন্দিরে।
চান্চল্য ছড়িয়েছে ঘরে ঘরে
প্রশাসন বড্ড চিন্তায় তোমার বিস্তারে।
এহেন উৎকন্ঠায় প্রান জেরবার
লাগাম ধর তব প্রসার,
লন্ডভন্ড হইতেছে দৈনন্দিন জীবন
এখনই বন্ধ হোক তোমার কু-চিন্তন।
স্তব্ধ কর তোমার বিচিত্র-স্পন্দন
কাঁপিছে বিশ্ব-বঙ্গ মন উচাটন।
নিরত থাক বিস্তারিতে প্রতিকুল
প্রস্থান কর ধিক্ তুমি বুল বুল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন