অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় যাদব চৌধুরী 


অন্যমনে গুচ্ছকবিতায় যাদব চৌধুরী
=========================




ভাঙাগড়া
 
একদিকে ভেঙে পড়ছে দেয়াল

অন্যদিকে দেয়াল গাঁথা হচ্ছে

নতুন স্বপ্নের

একজন দড়ি ছিঁড়ে বিদায় নিলেন

পারে, বহু দূরে না ফেরার

অন্যজন নতুন পরিচয়ে দীপ্যমান l


ক্রীড়াঙ্গনে খেলা দেখছি

কিশোরেরা জ্বলে উঠছে

তাদের উপস্থাপনে

আলো শীতাতপ মঞ্চে রকমারি l

স্মৃতিভার এবং বর্তমানের সক্রিয়তা

আসে, সম্পর্কে বেঁধে চলে যায়

যারা থেকে যায়, দেখায় স্বপ্ন

ভবিষ্যতের, আলোময় l



পথ

পথ ভুলে নয় ইচ্ছে করেই আজ তোমার পথে আসা

জানি এ পথে বিকিকিনির ঝুড়ি বয়ে যাও প্রতিদিন

তোমার সঙ্গে পথ চলে ধূলিকনা তোমার অঙ্গসিক্ত বাতাস

অজানা বাজারের খোঁজে এই পথ ছেড়ে অনেক পথে

মিশে যাও তুমি স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে

অতো পথ চিনি না আমি

শুধু জানি যাওয়া এবং ফেরার পথে এই পথটুকু

তোমার শুরু এবং শেষের কয়েক পা চলা

সেখানেই নিজের মতো করে তোমার সঙ্গে দেখা হবে

যে কথা বলতে চেয়েও বলি নি এতদিন

আজ সব আগল খুলে উজার হবো তোমার সামনে

সুইস গেট খুলে যেমন জল অপর পারে যায় ফেনা তুলে

আমার মুখের ফেনায় আছি আমি, আমার মনোবাঞ্ছা

ফেনা অনুবাদ করে তুমি বুঝে নিও প্রতিবারে তোমাকে

ঠিক কি বলতে চেয়েও বলে উঠতে পারি না আমি l



দেশ

রোজকার মতো সময়মতো বাড়ি ফেরা

বোনের সঙ্গে ফোনে শেষবারের মতো কথা

কথায় আতঙ্কের আভাস

পরিবার এক ছুটে নির্দিষ্ট স্থানে

কোনো হদিস নেই দিদির

সময়মতো প্রশাসনের সাহায্য অধরা

চার শ্বাপদ অনতিদূরে তখন খুবলে খায়

নারীর কোমল মাংস

পেট ভরে এলে প্রমাণ লোপাটের প্রয়াস

পরদিন পুড়ে যাওয়া দেহ

আর সনাক্তকরণের সহায়ক লকেট

এ এখন অনেক দেশের রোজনামচা


তবু কতো সুর কতো গান কতো কৃষ্টি

অসুরের দেশে

অন্ধকারে যারা ভয়ানক

আলোর জগতে তারাই এক একটি রবিনহুড
















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন