অন্যমনে গুচ্ছকবিতায় ইলা চক্রবর্তী
=========================
=========================
অপেক্ষা
অন্তহীন অপেক্ষা, শুধু তাই নয়,
বরং কিছু কথার উত্তর আজও বাকি,
বুঝি সেও, আমারই মতো একাকী !
সুখ পাখি অবমুক্ত হবে....তার অচল ভালোবাসায়।
কঠিন অবয়ব রাখি তার সন্মুখে।
সে জানে ভালোবাসার কি মানে,
তবুও কষ্ট বুকে নিয়ে বাঁচা।
অন্তহীন অপেক্ষা,,,
তারই ধারাবাহিকতায় চলেছে মন,
দেখে স্বপ্ন আর তার আলাপন।
নিরালা হাত দুটি ধরে চলা শুরু-
সেই পথ যে পথ রচনা করেছ তুমি.
একটু একটু করে সৃজশীলতায়,
রেখেছ স্পর্শ একটু উষ্ণতায়!
অন্তহীন অপেক্ষা শুধু তাই নয়-
আরো কিছু বাকি!
জয়ী
অবুঝ মনটা কে আর বাড়তে দেবোনা।
ভেবেছি,
অবাক ছিলাম সেদিন !
হিসেব অনুযায়ী আজ খোঁজ মেলেনি তার,
নির্লিপ্ত স্বপ্ন আজ কুড়িয়ে নিলাম ।
কৈ! তুমি তো আমাকে খুঁজে দিতে পারলে না ?
আমার হারিয়ে যাওয়া মনটাকে !
শক্ত পাথর চাপা ক্ষোভ বাড়ছে ,
বাড়ছে ঝড়!
বইছে অতৃপ্ত বুকে এক টানা অবরোধ।
ভালোবাসার জোয়ারে ভাসছে আমার কবিতা !
তবুও তুমি তো এলেনা আমায় সামলে নেবে বোলে!
কি বলতে চাও?
আমি বা কি শুনতে চাই জানিনা কেউ!
তবু আমার মনের কথা শুনতে এলে নাতো তুমি !
মান অভিমানের ভঙ্গি এবার হয়তো বদলাবে।
বদলাবো আমি বদলাবে তুমি।
মৃত্যুদণ্ডে দণ্ডিত আমরা মৃত্যুঞ্জয়ী হবো এবার!
কারণ
সত্যিই কি কথার চাবুকে আমার আর রক্ত ঝরে!
নাকি বুকের আগুন জ্বালিয়ে আমায় আবার পোড়াবে!
অজস্র সুখ আজ অসহ্য বোধ মনেহয়,
পুতুল সাজে সাজিয়েছ আমায়।
ইচ্ছে মত সুতোর টানে নেচেছি নিজেই
চলনে বলনে তোমারই পথে চলেছি,
তোমারই কথা বলেছি!
তবু দেখো আজ তোমার পথ আলাদা
আমি পারিনি তোমায় ভুলতে,
কারণ আমি আজও যে, সেই ভুলটাই করেছি,
তোমায় ভালোবেসেছি!
তোমায় জড়িয়ে প্রস্ফুটিত হবো আরো একবার!
নদীর হয়ে তোমার বুকে মিলবো আবার!
আবার সুখ পাখি হয়ে উড়ে যাব ওই আকাশে!
তবু দেখো আজ তোমার পথ আলাদা,,,
আমি পারিনি তোমায় মুছে ফেলতে
কারণ আমি আজও যে সেই ভুলটাই করেছি,
তোমায় ভালো বেসেছি!
অন্তহীন অপেক্ষা, শুধু তাই নয়,
বরং কিছু কথার উত্তর আজও বাকি,
বুঝি সেও, আমারই মতো একাকী !
সুখ পাখি অবমুক্ত হবে....তার অচল ভালোবাসায়।
কঠিন অবয়ব রাখি তার সন্মুখে।
সে জানে ভালোবাসার কি মানে,
তবুও কষ্ট বুকে নিয়ে বাঁচা।
অন্তহীন অপেক্ষা,,,
তারই ধারাবাহিকতায় চলেছে মন,
দেখে স্বপ্ন আর তার আলাপন।
নিরালা হাত দুটি ধরে চলা শুরু-
সেই পথ যে পথ রচনা করেছ তুমি.
একটু একটু করে সৃজশীলতায়,
রেখেছ স্পর্শ একটু উষ্ণতায়!
অন্তহীন অপেক্ষা শুধু তাই নয়-
আরো কিছু বাকি!
জয়ী
অবুঝ মনটা কে আর বাড়তে দেবোনা।
ভেবেছি,
অবাক ছিলাম সেদিন !
হিসেব অনুযায়ী আজ খোঁজ মেলেনি তার,
নির্লিপ্ত স্বপ্ন আজ কুড়িয়ে নিলাম ।
কৈ! তুমি তো আমাকে খুঁজে দিতে পারলে না ?
আমার হারিয়ে যাওয়া মনটাকে !
শক্ত পাথর চাপা ক্ষোভ বাড়ছে ,
বাড়ছে ঝড়!
বইছে অতৃপ্ত বুকে এক টানা অবরোধ।
ভালোবাসার জোয়ারে ভাসছে আমার কবিতা !
তবুও তুমি তো এলেনা আমায় সামলে নেবে বোলে!
কি বলতে চাও?
আমি বা কি শুনতে চাই জানিনা কেউ!
তবু আমার মনের কথা শুনতে এলে নাতো তুমি !
মান অভিমানের ভঙ্গি এবার হয়তো বদলাবে।
বদলাবো আমি বদলাবে তুমি।
মৃত্যুদণ্ডে দণ্ডিত আমরা মৃত্যুঞ্জয়ী হবো এবার!
কারণ
সত্যিই কি কথার চাবুকে আমার আর রক্ত ঝরে!
নাকি বুকের আগুন জ্বালিয়ে আমায় আবার পোড়াবে!
অজস্র সুখ আজ অসহ্য বোধ মনেহয়,
পুতুল সাজে সাজিয়েছ আমায়।
ইচ্ছে মত সুতোর টানে নেচেছি নিজেই
চলনে বলনে তোমারই পথে চলেছি,
তোমারই কথা বলেছি!
তবু দেখো আজ তোমার পথ আলাদা
আমি পারিনি তোমায় ভুলতে,
কারণ আমি আজও যে, সেই ভুলটাই করেছি,
তোমায় ভালোবেসেছি!
তোমায় জড়িয়ে প্রস্ফুটিত হবো আরো একবার!
নদীর হয়ে তোমার বুকে মিলবো আবার!
আবার সুখ পাখি হয়ে উড়ে যাব ওই আকাশে!
তবু দেখো আজ তোমার পথ আলাদা,,,
আমি পারিনি তোমায় মুছে ফেলতে
কারণ আমি আজও যে সেই ভুলটাই করেছি,
তোমায় ভালো বেসেছি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন