দুঃখে ভরা জীবন
========================
পাভেল আমান
========================
দুঃখে ভরা জর্জরিত হৃদয়
যাচ্ছে থেমে আশার উদয়।
নানান ব্যথা জমতে থাকে
মনন মাঝের প্রতি বাঁকে ।
ব্যথার চাদর গায়ে দিয়ে
চলছে জীবন জরা নিয়ে ।
শূন্যতা আজ গেছে ভরে
সমাজ গড়ের বদ্ধ ঘরে ।
জীবন গুলো শুকনো মুখ
হারিয়ে যত মনের সুখ।
অকাল আঁধার নেমে এসে
চুপিসারে মনের কোণে বসে।
চেয়ে থাকি অবাক পানে
কষ্ট লাঘব কেউ কি জানে ?
জীবন হোক না যতই ক্ষীণ
আসবে তবে নানা রঙিন দিন।
========================
পাভেল আমান
========================
দুঃখে ভরা জর্জরিত হৃদয়
যাচ্ছে থেমে আশার উদয়।
নানান ব্যথা জমতে থাকে
মনন মাঝের প্রতি বাঁকে ।
ব্যথার চাদর গায়ে দিয়ে
চলছে জীবন জরা নিয়ে ।
শূন্যতা আজ গেছে ভরে
সমাজ গড়ের বদ্ধ ঘরে ।
জীবন গুলো শুকনো মুখ
হারিয়ে যত মনের সুখ।
অকাল আঁধার নেমে এসে
চুপিসারে মনের কোণে বসে।
চেয়ে থাকি অবাক পানে
কষ্ট লাঘব কেউ কি জানে ?
জীবন হোক না যতই ক্ষীণ
আসবে তবে নানা রঙিন দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন