অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ মে, ২০২০

পরিযায়ী পথ


পরিযায়ী পথ
===============================
মঞ্জীর বাগ
===============================


কিছু পথ হাঁটছে বলেই পথিক বলা যাচ্ছে নাওই মানুষদের; ওরা দলে দলে পরিযায়ী।
একটি অদৃশ্য ভাইরাস নামক ছোবলে হারিয়ে গেছে আধার কার্ডের বৈধতা।
দেশ এখন কোয়েন্টাইন সেন্টার। প্রত্যেকই আড় চোখে দেখছি অপরকে। দেশটাকে নিজের ভেবেই রুজির টানে ভিন্ন প্রান্তে যাওয়ার বাহবাটি এখন অপরাধ।
এরাজ্য বলছে তুমি আমার না,নিজের রাজ্য বলছে তুমি ভাইরাস
প্রতিবেশী বলছে তুমি কোয়েন্টাইন
পরিবার বলছে তোমার জন্য আমায় পঙ্গপাল হতে হয়েছে
পঙ্গপাল বলছে এবারে ছেয়ে দেব গোটা আকাশ
আমফান চলে যাওয়ার আগে হাসতে হাসতে বেঁচে থাকার আশাটিকে দুশ বছরের পুরোনো বট গাছের পুরোনো শিকড়ের মতো উপড়ে ফেলে হিজড়ে দলের হাত তালি এবং হাসিকে মাখামাখি করে
ছিঁড়ে ফেলল আশার রেশন কার্ড।
তবু ও আমাদের হাঁটতে হচ্ছে।ফিরে আসার অলীক রেলপাতে টুকরো টূকরো করে ছড়ানো আছে রক্তমাখা রুটি
রেল স্টেশানে মরা মার আঁচলে নিরাপত্তা নামক
অলীক আশ্রয়ের গান খুঁজছে যে শিশুটি এই এসময়েই কৌরবসভা দ্যুতক্রীড়া ছুঁচো বাজিটি দেখেছে
আমরা বাচ্চাটিকে দেখছি, মৃত আঁচলটি দেখছি
সোসাল মিডিয়া দেখছি, বহুকিছু দেখার পরেও
নিজেদের গুটি অবস্হাটি দেখছি না
দেখছিনা বলেই কৌরব সভায় মামাবাবু পাশা খেলছে হাসিমুখে
কেবল একটি ছেঁড়া কাপড়ের আড়ালে সদ্য জন্মানো না কাঁদা বাচচাটা জানে কিছু পরেও
কান্নাকাটি করা চলবে,কেননা বহু কান্না জমিয়ে রাখতে হবে জীবন কোয়েন্টাইনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন