অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ মে, ২০২০

উপলব্ধি........


উপলব্ধি........
===================
নবনীতা চ্যাটার্জ্জী
===================


গতকাল নাইট ডিউটি থাকায় দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙল রুদ্রর ঠেলায়"কিগো চা করবেনা"।লকডাউনের বিকেলে একসাথে দুজনে বসে চা এর সাথে টিভি দেখাটা আমার কাছে খুব প্রিয়। 16 বছরের বিবাহিত জীবনে এমন মুহূর্ত কম। চা নিয়ে ঘরে ঢুকতেই টিভিতে দেখি করোনা আক্রান্ত আর মৃতের সংখ্যা। খুব ভয় হয়,হসপিটালের চাকরি যদি আমার জন্য পরিবারটার কোনো ক্ষতি হয়।এমন অন্যমনস্কতায় হঠাৎ রুদ্র বলল," দেখ মিতা প্রধানমন্ত্রী স্বাস্হ্যকর্মীদের জন্য বীমা সুরক্ষা ঘোষনা করলেন। শুনেই আমি হেসে উঠলাম"তাহলে আমি মরলেই ভালো বল "। আমার হাতটা মুঠো বন্দী করে রুদ্র বললো-না মিতা তুমি ছাড়া এ সংসার অচল।চোখ ভরা জলে সেদিন উপলব্ধি করলাম ভরসা আর ভালবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন