অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ মে, ২০২০

ইচ্ছের রঙ কমলা


ইচ্ছের রঙ কমলা
=================== 
তপনকান্তি মুখার্জি 

 =========================


ক্ষীণ শরীর নিয়ে বয়ে চলে তিরতিরে নদী । 

যতো এগোয় ততো মনে হয় উৎসমুখের কথা

বয়সের ভার কুড়াতে কুড়াতে যার আর কোনও 

ব্যাসার্ধ নেই । ছন্দ হারিয়ে সে শুধু কাঁদে । মেঘ 

আর জমে না , বরফ আর গলে না । 



নদীর বুকে এখন পরিত্যক্ত জঞ্জালের স্তুপ

শূন্য দৃষ্টিতে অসহায় অন্ধকার । লোলজিহ্বা 

বাড়িয়ে দিচ্ছে সে , যে জিহ্বার টানে একদিন 

ডুবেছিল চাঁদ সদাগরের সপ্তডিঙা । যদি এখন 

নিপাতনে সিদ্ধ হয়ে সত্য হয়ে যায় তা ...। নদী 

আজ ডিঙা ধরে ইচ্ছে ছুঁতে চায় । তার কানে 

শুধু পাড়ভাঙার শব্দ । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন