পাখি,শিশু ও একটি ভুল সময়
=========================================
শ্যামশ্রী রায় কর্মকার
==========================================
তখনও রোদের মুখ বিষাদিত নয়
তখনও চায়ের রঙ বনজ মধুর
প্রথম চুমুকটুকু দিতে না দিতেই
আমার চোখের সামনে ফুটে উঠল পিচের বাগান
সবুজ পাতার ভীড়ে কাঞ্চনবর্ণ পিচফল, সামান্য রক্তিম
টেবিলের এককোণে হলুদ প্রিনিয়া এসে দোল খেতে খেতে
আমাকে শুনিয়ে গেলো ছায়াচ্ছন্ন কথা
হাতে দিয়ে গেলো গুল্মবীজ
ডানার বিষাদটুকু রেখে গেলো পেয়ালার গায়ে
কোলাহলের দরজাখানা আলতো ভেজিয়ে রেখে
উড়ে গেলো বস্তুমুখী জীবনের দিকে
বুনো কুল আঁকা ফ্রকে মৃদু ঢেউ তুলে কাছে এল
আমার আত্মজাত হিয়ামন পরী
সদ্য ঘুম ভাঙা তার মুখ
নিঃশব্দ অভিযোগ ভ্রু ও কপোলে
'পাখিটাকে একবার আমার জন্যে ডাকলে না?'
ওর পৃথিবীতে ওঠা রোদ্দুরের রঙ ঝিঙেফুল
আহত পাখির মতো, নিরুপায় বৃষ্টির মতো
টুপটাপ খসে পড়ে মেয়েরা এখন
ওকে তা বলি না আমি
সন্তর্পণে সরিয়ে রাখি সমস্ত ধর্ষণ-সংবাদ
খুব সুন্দর
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুন"হাতে দিয়ে গেল গুল্মবীজ"- এর অর্থ? পিচ ফল কে কি কোন প্রতীক হিসেবে ব্যবহার করেছেন?
উত্তরমুছুন