অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ মে, ২০২০

নিত্যযাত্রী


নিত্যযাত্রী
======= =======
সূর্য মণ্ডল
==============

সকাল হলেই যাদের বেরুতে হয় কাজে
তাদের ভয় দেখিও না কুয়াশার চোখ রাঙানির
বড়জোর তারা একটা আড়মোড়া ভাঙতে পাড়ে ব্রাশ হাতে
বড়জোর তাদের ব্রাশ থেকে টুপ করে
খসে পড়তে পারে ট্রুথপেষ্ট
তারা দুটো নাকে মুখে গুজে
শিষ দিতে দিতে দ্রুত প্যাডেল ঘোরায় সাইকেলের
আর শক্ত করে চেপে ধরে রানিং ট্রেনের হাতল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন