সংলাপ
********************
সৌমিত্র মজুমদার
********************
বুলবুলিকে বলছে ডেকে
ছোট্ট দু'টো চড়াই,
"আমরা কতো ভালো জানিস
করতে পারি বড়াই--
ঘুলঘুলিতে দিব্যি থাকি
ছোট্ট যে সেই ঘর,
বাড়ির মালিক সবই জানে
কেউ কারো নই পর !"
বিস্ময়ে সেই বুলবুলিটা
বললো, তবে শোন,
ধান খেতে আর যাইনা তবু
লোকের কালো মন !
বিনাদোষেই ছন্দ কাটে
'ধান খেয়ে যাই' বলে ;
সত্যি এবার খাবোই দেখিস
নতুন সে ধান হলে।"
********************
সৌমিত্র মজুমদার
********************
বুলবুলিকে বলছে ডেকে
ছোট্ট দু'টো চড়াই,
"আমরা কতো ভালো জানিস
করতে পারি বড়াই--
ঘুলঘুলিতে দিব্যি থাকি
ছোট্ট যে সেই ঘর,
বাড়ির মালিক সবই জানে
কেউ কারো নই পর !"
বিস্ময়ে সেই বুলবুলিটা
বললো, তবে শোন,
ধান খেতে আর যাইনা তবু
লোকের কালো মন !
বিনাদোষেই ছন্দ কাটে
'ধান খেয়ে যাই' বলে ;
সত্যি এবার খাবোই দেখিস
নতুন সে ধান হলে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন