জীবনের ইতিকথা
***************************
তপনকান্তি মুখার্জি
***************************
বিকেলের রোদ সাদরেতে ডাকে
চুঁইয়ে পড়ছে গাছালির ফাঁকে
এখন খেলার সময় ,
কতো ছেলেমেয়ে খেলতেছে মাঠে
সমবয়সীরা বসে ছোটে হাঁটে
আমার পড়া , খেলা নয় ।
পাশে বসে আছে গম্ভীর স্যার
' পড় পড় ' শুধু বলে বারবার
শুনেও ঢোকে না কানে ,
মন চলে যায় এপাশ ওপাশ
পোড়া চোখে ভাসে ময়দানি ঘাস
বুঝি না পড়ার মানে ।
লক্ষ্য জীবনে পেলে মারাদোনা
হব কী করে নেই সেটা জানা
স্বপ্ন গুমড়ে কাঁদে ,
মা - বাবা বোঝে শুধু নম্বর
আমার মনের নেয় না খবর
পড়ছি গভীর খাদে ।
***************************
তপনকান্তি মুখার্জি
***************************
বিকেলের রোদ সাদরেতে ডাকে
চুঁইয়ে পড়ছে গাছালির ফাঁকে
এখন খেলার সময় ,
কতো ছেলেমেয়ে খেলতেছে মাঠে
সমবয়সীরা বসে ছোটে হাঁটে
আমার পড়া , খেলা নয় ।
পাশে বসে আছে গম্ভীর স্যার
' পড় পড় ' শুধু বলে বারবার
শুনেও ঢোকে না কানে ,
মন চলে যায় এপাশ ওপাশ
পোড়া চোখে ভাসে ময়দানি ঘাস
বুঝি না পড়ার মানে ।
লক্ষ্য জীবনে পেলে মারাদোনা
হব কী করে নেই সেটা জানা
স্বপ্ন গুমড়ে কাঁদে ,
মা - বাবা বোঝে শুধু নম্বর
আমার মনের নেয় না খবর
পড়ছি গভীর খাদে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন