অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

রাজার ভ

 


রাজার ভ
*******************
রবিন বণিক
*******************



দেশের পিঠে দেশ চাপে

আমরা বলি “স্ব”

রাজা বলেন কী এসে যায়

তোমরাই তো “ভ”



পিঠের ওপর স্পষ্ট ভাসে

পেটের পান্ডুলিপি

রাজা বলেন কালোগুলো সব

বোকা উইয়ের ঢিঁপি



শুঁয়োপোকারা পিঠ চাপড়ে

এর ওর ঘোড়া খায়

রাজা বলেন অনিবার্য ঢেউ

দাবার চালে যায়



লন্ঠন সব শীত পোহায়

আমরা বলি বেশ

প্রজা বলেন ঋতুর উপর

মৃত ফসলের দেশ



ডাস্টবিন জুড়ে খিদের গন্ধ

অর্থনীতির অক্ষর

রাজা বলেন অসত্যটাই সব

মনুষ্যজাতির স্বাক্ষর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন