অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

সোনার প্রশ্ন


 

সোনার প্রশ্ন
**********************
বিপ্লব গোস্বামী
**********************


টিভি দেখে ছোট্ট সোনা
প্রশ্ন করে মাকে,
বাক্সের ভিতর মানুষ মাগো
কেমন করে থাকে ?

শুধু শুধু মানুষ নয়
থাকে পশু পাখি,
সবগুলো তো জ‍্যান্ত দেখি
করে ডাকা ডাকি।

এসবকে বাক্সের ভিতর
কে দিয়েছে ভরে ?
বাক্সের ভিতর খারব মাগো
পায় কেমন করে ?

ছোট্ট বাক্সে কেমনে চলে
হরেক রকম গাড়ি,
কেমন করে দাঁড়িয়ে আছে
মস্ত দালান বাড়ি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন