অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

গার্গী


গার্গী
*************************
কল্পদেব চক্রবর্তী
*************************

গার্গী, ছোট্ট একটি নাম

ছোট্ট একটি মেয়ের

বন্ধু আমি তার

ছোট্ট একটি ছেলে

ঝগড়াঝাটি মারামারি

খেলাধুলা লেখাপড়া

দুই ছোটোতে মিলে আমরা

ছিলাম বেশ।

এমন করে কতদিন এল গেল

হঠাৎ, একদিন অবশেষে

গার্গী এসে জানায় আমায়,

চলে যাবে সে।

প্রশ্ন করি কোথায় যাবি,

বেড়াতে বুঝি?

তবে কাদিস কেন বোকা মেয়ে!

কবে ফিরবি?

আদর করে ভালবেসে

চোখ মুছিয়ে তার

বিশ্মিত আমি প্রশ্ন করি,

কাঁদছিস কেন আবার!

অনেক কষ্টে কান্না থামিয়ে,

বললো এবার সে,

বাবা আমার বদলি হয়েছে

যাচ্ছি চলে অনেক দূরে

আর কোনদিনও দেখা হবে না যে।

বলেই সে কাঁদতে থাকে,

আমায় জড়িয়ে ধরে।

গার্গী তুই চলে যাবি আমায় ছেড়ে!

কান্নাঝরা গলায় বলি আমি বারে বারে

জড়িয়ে ধরে পরস্পরে

কাঁদতে থাকি দুজনে মিলে।

তখন মা তুমি সেখানে এসে বললে,

কাঁদছিস কেন খোকা?

জানো মা গার্গী আমায় ছেড়ে যাচ্ছে চলে?

বললে তুমি,

বোকা ছেলে কাঁদছিস কেন অমন করে!

গার্গী আসবে আবার ফিরে।"

বলেই তুমি নিয়ে গেলে আমার হাত ধরে।

ছাদে উঠে দেখি আমি পথের দিকে চেয়ে

গার্গী তার বাবা-মার হাত ধরে

স্টেশনের দিকে যেতে যেতে

চাইছে আমার দিকে ফিরে ফিরে।

বুঝিনি মা তুমি সান্তনা দেবার ছলে

বুঝিয়েছিলে মিথ‍্যে করে।

তারপরও মা আমি অনেক দিন

ছাদে উঠে পথের দিকে তাকিয়ে ছিলাম,

চোখ ভরা জলে।

মাগো গার্গীকে ভুলতে পারিনি আমি

প্রথম প্রেম কি একেই বলে বলোনা তুমি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন